হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া কিসের লক্ষণ
বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব; হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া কিসের লক্ষণ,সর্দির সাথে নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি,হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত পড়ার কারণ,গরমে নাক দিয়ে রক্ত পড়ার কারণ,বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়ার কারণ,নাক দিয়ে রক্ত পড়া রোগের নাম,ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়ার কারণ,নাক ও গলা দিয়ে রক্ত পড়ার কারণ,নাক দিয়ে রক্ত পড়ার চিকিৎসা
![]() |
নাক দিয়ে রক্ত পড়ার কারণ |
হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে আমরা ভয় পেয়ে যাই। এ সমস্যাটি নারী কিংবা পুরুষ উভয়েরই হয়ে থাকে। বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ লোক এই সমস্যায় ভুগে থাকেন। আর এটি সাধারণ সমস্যা মনে হলেও পরবর্তীতে এটি জটিলতর আকার ধারণ করতে পারে। তাই নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি, লক্ষণ কি এবং সেটা প্রতিরোধ কিভাবে করা যায় বিস্তারিত থাকছে এই আর্টিকেলে। তো ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়তে থাকুন।
হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া কিসের লক্ষণ
রক্ত নাক, কান, গলার সমস্যার কারণে পড়ে থাকতে পারে। কিংবা শরীরের অন্যান্য সমস্যার কারণে হতে পারে। তো চলুন জেনে নেই রক্ত পড়ার সাধারণ কারণ গুলো কি হতে পারে-
- উচ্চ রক্তচাপ জনিত সমস্যা যদি থাকে
- জন্ডিস বা লিভারের সমস্যা যেমন লিভার সিরোসিস এর মত এরকম অসুখ থাকলে
- রক্তনালীতে জন্মগতভাবে কোন সমস্যা থাকলে নাক দিয়ে রক্ত পড়তে পারে
- তাছাড়া রক্তের বিভিন্ন রোগ রয়েছে যেমন- অ্যানেমিয়া, হিমোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, পারপুরা ইত্যাদি সমস্যা থাকলেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।
আরো যেসব কারণে নাক দিয়ে রক্ত যেতে পারে
- মা-বোনদের মাসিক কিংবা গর্ভাবস্থায় এই ধরনের সমস্যা হতে পারে
- এমনকি Aspirin জাতীয় ওষুধ খেলেও এ ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ রক্ত পড়তে পারে
নাক দিয়ে অন্যান্য কারণে ও নাক দিয়ে রক্ত যেতে পারে
- নাকে আঘাত পেলে
- কোন সময় নাকের অপারেশন করা হলে
- সর্দি-জনিত সমস্যা কিংবা সাইনোসাইটিস থাকলে
- নাকের মধ্যে ইনফেকশন যদি থাকে যেমন রাইনাইটিস
- যদি নাকের মধ্যে টিউমার থাকে
- নাকের মাঝ বরাবর হাড় অতিরিক্ত বেকে গেলে
- নাকের পর্দায় ছিদ্র থাকলে নাক দিয়ে রক্ত পড়তে পারে
হঠাৎ লাগছে রক্ত পড়লে চিকিৎসা করবেন যেভাবে
যদি হঠাৎ করে এরকম নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় তাহলে নাক চাপ দিয়ে সামনের দিকে ঝুঁকি দিয়ে বসতে হবে। এরপর বৃদ্ধাঙ্গুল ও প্রথম আঙ্গুল দিয়ে নাকের দুই ছিদ্র শক্ত করে বন্ধ করে দিতে হবে। আর অসুস্থ ব্যক্তিকে বলতে হবে যেন সে মুখ দিয়ে শ্বাস নেয় এবং আনুমানিক ১০ মিনিট এমনি করে করতে থাকে। এমন অবস্থায় আঙ্গুল ছাড়া কোন মতেই ঠিক হবে না। বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। যদি সম্ভব হয় রোগীর কপালে, নাকের চারপাশে বরফ ধরে রাখতে হবে। এমনকি মুখের ভেতর তালুর অংশে নাগ বরাবর বরফ চাপ দিয়ে ধরে রাখতে হবে। এর ফলে রক্ত পড়া খুব দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখবেন ১৫-২০ মিনিটের মধ্যে যদি রক্ত পড়া বন্ধ না হয় তাহলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। রক্ত যেতে যেতে যদি রক্তশূন্যতার সম্ভাবনা দেখা দেয়, তাহলে দ্রুত রোগীকে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে।এক্ষেত্রে আপনাকে নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে।
রক্ত পড়া বন্ধের চিকিৎসা
প্রথমে নাক দিয়ে রক্ত পড়ছে কেন পড়ছে সেটা নির্ণয় করতে হবে। যদি রক্তপাত রোগীর সামনের দিক থেকে হয় তাহলে রক্তপাত বন্ধ করা সহজ কিংবা দ্রুত বন্ধ করা যায়। কিন্তু ভিতরের দিক থেকে যদি রক্তপাত হয় অনেক সময় সেটা বন্ধ করা নাও যেতে পারে। এটি নাকের এন্ডস্কপির মাধ্যমে অনেক সময় রক্তপাতের কারণ হয়ে থাকে। ফলে এ সময় দায়ী রক্তনালী গুলো বন্ধ করে চিকিৎসা করা হয়। এসব কারণ ছাড়াও
শরীরের অন্যান্য সমস্যার কারণে রক্তপাত হতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে। তবে আমরা কিছু সাবধানতা অবলম্বন করতে পারি-
- যেমন নাক, কান, গলার অসুখকে আমরা কখনো অবহেলা করব না
- তাছাড়া রক্তের গ্রুপ আমাদের জানা অত্যন্ত জরুরী, যাতে রক্ত সমস্যা হলে দ্রুত রক্ত নেওয়া যায়
- মনে রাখবেন নাক দিয়ে রক্ত ঝরতে থাকলে কোনমতেই শোয়া যাবেনা
- প্রয়োজন ছাড়া নাকে হাত লাগানোর অভ্যাস পরিত্যাগ করুন
- আর সব সময় নিজ কিংবা আপনার সন্তানের নখ ছোট করে রাখুন
- মনে রাখবেন শীতকালে যাতে না অতিরিক্ত শুষ্ক না হয়ে যায় সেদিকে নজর রাখবেন
- আর এসব কারণে শীতকালে পেট্রোলিয়াম জেলি ব্যবহার নিশ্চিত করুন
তাই ধৈর্য সহকারে ভয় না পেয়ে প্রতিরোধে এগিয়ে আসুন